Home » blog » User Experience Research for Better Design Decisions

User Experience Research for Better Design Decisions

User Experience Research!

যখন সুন্দর ডিজাইনও কাজ করে না

একটা সময় ছিল যখন আমরা ডিজাইন বানাতাম অনুভূতি দিয়ে। মনে হতো, “দেখতে ভালো, কাজও করবে।” UX mockup সুন্দর, color palette on point, animation smooth সব কিছু ঠিকঠাক।

তবুও যখন product live হলো, user আসলো, কিন্তু থাকলো না। কোথাও যেন disconnect ছিল।

User Experience Research - 2026
User Experience Research – 2026

তখনই প্রথম বোঝা গেল, সুন্দর design আর effective experience এক জিনিস না। আর সেখান থেকেই শুরু হয় User Experience Research-এর গল্প।

আমরা ভাবি আমরা user-কে চিনি

শুরুর দিকে অনেক টিমই ধরে নেয় তারা user-কে চেনে। কারণ তারা তো নিজেরাই user, তাই না?

কিন্তু বাস্তবে user কখনও anonymous number না, আবার designer-এর মতো চিন্তাও করে না। কেউ hurried, কেউ confused, কেউ শুধু একটা quick solution খুঁজছে।

এই invisible gaps গুলো চোখে পড়ে না যতক্ষণ না user নিজে কথা বলে। User Experience Research ঠিক সেই জায়গাটাতেই আলো জ্বালায়, যেখানে আমরা কেবল আন্দাজ করছিলাম।

যখন analytics চুপ থাকে, user কথা বলে

একটা real scenario ভাবা যাক। একটা app-এর onboarding flow টিমের কাছে perfect মনে হলো।

কিন্তু launch-এর পরে দেখা গেলো user মাঝপথেই drop করে দিচ্ছে। analytics বলে কী হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা বলতে পারে না। তখন কিছু user-এর সাথে কথা বলা হলো।

তারা বললো language confusing, একটা step unnecessary, আর trust build হওয়ার আগেই personal info চাইছে app।

এই ছোট insight গুলো শুধু UI বদলায় না, পুরো product thinking বদলে দেয়। এটাই User Experience Research-এর আসল শক্তি।

Guesswork যখন ego হয়ে দাঁড়ায়

Design guesswork সবচেয়ে dangerous হয় তখন, যখন নিজের logic-কে universal ধরে নেওয়া হয়।

আমরা ভাবি user বুঝে যাবে, কিন্তু user ভাবে কেন বুঝতে হবে? Research করলে বোঝা যায় user কম effort দিতে চায়, কম পড়তে চায়, কম ভাবতে চায়।

User Experience Research এই uncomfortable truth সামনে আনে। এতে ego আহত হয়, কিন্তু product improve হয়।

User দেখেই শেখা, শোনা না হলেও

অনেকে ভাবে UX Research মানে শুধু interview করা। বাস্তবে এটা অনেক বেশি।

User কোথায় hesitate করছে, কোথায় থামছে, কোথায় confuse হচ্ছে এই behavior observe করাটাই সবচেয়ে powerful insight দেয়।

অনেক সময় user কিছু বলে না, কিন্তু তার actions অনেক কিছু বলে দেয়। তখন User Experience Research আর process থাকে না, একটা mindset হয়ে যায়।

Research slow করে না, বরং speed বাড়ায়

একটা বড় misconception হলো research করলে কাজ ধীর হয়ে যায়।

আসলে উল্টোটা। Early stage-এ user বুঝে নেওয়া মানে পরে বড় বড় fix এড়ানো।

Development cost কমে, rework কমে, টিমের ভিতরে clarity বাড়ে। User Experience Research এখানে silent safety net-এর মতো কাজ করে চুপচাপ, কিন্তু কাজের সময় ধরা পড়ে।

যখন “আমি মনে করি” বদলে যায় “user বলেছে”

Research আস্তে আস্তে টিমের culture বদলে দেয়। Design discussion-এ আর personal opinion center-stage এ থাকে না।

Data, observation আর user voice সামনে আসে। Argument-এর জায়গায় understanding তৈরি হয়।

Ego-এর জায়গায় empathy আসে। তখন UX design শুধু সুন্দর না, meaningful হয়। এই পরিবর্তনের মূলেই থাকে User Experience Research

শেষ পর্যন্ত experience মানে ease

ভালো product মানে flashy feature বা heavy UI না। ভালো product মানে user ব্যবহার করতে গিয়ে ভাবতেই না হয়।

Flow এমন smooth লাগে যে user বুঝতেই পারে না কতটা complex কাজ সহজ করে দেওয়া হয়েছে।

এই simplicity হঠাৎ করে আসে না। আসে user-এর গল্প শোনার ধৈর্য থেকে। আর সেই গল্প শোনার structured পথই হলো User Experience Research

All Tech Update

Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পড়ুন –

Scroll to Top