Qwen3 Coder এগুলো আসার আগে একটা সময় ছিলো, তখন কোডিং মানেই মাথা গরম!
গুগল খুঁজে খুঁজে বের করা, Stack Overflow-তে কান্নাকাটি, আর শেষে “code doesn’t work” বলে চিৎকার!

কিন্তু এখন সময় বদলেছে।
এখন AI আছে। আর সেই AI-এর মধ্যেই এক নতুন হিরোর মতো উঠে এসেছে Qwen3-Coder সাথে আবার তার AI Agent-বন্ধু!
চলুন, দেখে নেওয়া যাক এই Qwen ভাই আসলে কী পারেন, কেন সবাই এত এক্সাইটেড, আর আপনি চাইলে কীভাবে এই AI বন্ধুকে কাজে লাগাতে পারেন।
Qwen3-Coder আসলে কী?
ধরুন, আপনি এমন একজন কোডিং পার্টনার খুঁজছেন,
যিনি শুধু কোড লিখবেন না, বরং নিজেই চিন্তা করবেন,
টুল চালাবেন, ওয়েব ঘাটাঘাটি করবেন, এমনকি নিজে সিদ্ধান্তও নিতে পারবেন।
ঠিক তেমনই এক স্মার্ট AI পার্টনার হচ্ছে Qwen3-Coder!
এটি তৈরি করেছে Alibaba, আর GPT বা Claude-এর মতো বড় বড় মডেলের সঙ্গে পাল্লা দিচ্ছে কিছু ক্ষেত্রে তো এগিয়েও যাচ্ছে।
এখন প্রশ্ন এই Qwen3-Coder আপনার কাজে লাগবে কেন? চলুন দেখি কিছু দারুণ ফিচার:
১. ৪৮০ বিলিয়ন প্যারামিটার! হ্যাঁ, ঠিকই পড়ছেন
এটি হলো Mixture-of-Experts (MoE) আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি AI মডেল,
যার মোট প্যারামিটার ৪৮০ বিলিয়ন! তবে কাজের সময় একসাথে চালু হয় ৩৫ বিলিয়ন প্যারামিটার।
মানে কী?
মানে, মডেলটির মধ্যে অনেক “স্পেশালিস্ট” থাকে।
যে কাজ করবেন, তার জন্য সবচেয়ে এক্সপার্ট মডিউলগুলো নিজে থেকেই বেছে নেয়
ফলে কোডিং হোক বা ডিবাগিং সবই হয় স্মার্টলি এবং মেমোরি বাঁচিয়ে।

২. একসাথে ২,৫৬,০০০ টোকেন প্রসেস! এক্সটেনশন দিলে ১০ লাখ!
Qwen3-Coder সহজে 256K টোকেন পর্যন্ত ইনপুট নিতে পারে,
মানে আপনি চাইলে একটা গোটা GitHub repo, README, Pull Request, বহু ফাইল সব একসাথে ওকে খাইয়ে দিতে পারেন!
আরও মজার কথা?
YaRN নামে এক্সটেনশন দিলে, এই মডেল ১০ লাখ টোকেন পর্যন্ত বুঝে ফেলতে পারে!
বড় বড় প্রজেক্ট, লং রিসার্চ, হার্ডকোর কোড বিশ্লেষণে এটা একদম সোনায় সোহাগা।

৩. কোডে এক্সপার্ট, কিন্তু ম্যাথ আর সাধারণ জ্ঞানেও কড়া!
Qwen3-Coder-এর ট্রেইনিং ডেটার ৭০%-ই কোডিং ফোকাসড।
মানে GitHub-এর কোড, প্রজেক্ট ফাইল, প্রোগ্রামিং টাস্ক এসব নিয়েই এর বেড়ে ওঠা।
কিন্তু তাও মডেলটি ম্যাথ ও সাধারণ প্রশ্নের জবাবেও চমৎকার পারফর্ম করে।
আপনি চাইলে প্রোগ্রামিং, লজিক, কিংবা ম্যাথ প্রবলেম সবই একসাথে সমাধান করাতে পারবেন।
৪. Agent মানেই একেবারে পার্টনার! ওয়েব ব্রাউজিং + প্ল্যানিংও পারে
Qwen3-Coder-কে বলে Agentic Model।
মানে, সে শুধু “আপনি বললেন, সে করলো” এমন না। সে নিজেই চিন্তা করে।
ধরুন কোডে বাগ আছে।
সে আগে বাগ চিনে, পরে ফাইল খোঁজে, টুল ইউজ করে রিলেভেন্ট কনটেক্সট রিড করে, এরপর নিজেই ঠিক করে দেয় কী করা উচিত।
এক কথায়, AI শুধু ফলো করে না নিজেই সিদ্ধান্ত নেয়!
৫. SWE-Bench Verified! রিয়েল প্রজেক্টেও চ্যাম্পিয়ন
SWE-Bench হলো রিয়েল ওয়ার্ল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা কঠিন পরীক্ষা।
এখানে GitHub-এর রিয়েল ইস্যু ও Pull Request দিয়ে মডেলের ক্ষমতা যাচাই করা হয়।
Qwen3-Coder সেখানে “Verified” লেবেল পেয়েছে।
মানে এটা শুধু ডেমোতে নয়, রীতিমতো রিয়েল প্রজেক্টে প্রমাণ করেছে যে – “সে পারে!”
তাহলে আপনি কী ভাবছেন?
Qwen3-Coder শুধুই আরেকটা AI নয়,
এটা আপনার প্রজেক্টের জন্য একটা ফুল-টাইম কোডিং পার্টনার হতে পারে।
চাইলে এখনই ট্রাই করে দেখতে পারেন,
কারণ এই AI শুধু আপনার কোডই বুঝবে না, বরং বুঝবে আপনার মতো করে।
CLI তে কোডিং পার্টনার – Qwen3 Coder!
ভাবুন তো, একটা দানবীয় মডেল বানালেন ৪৮০B প্যারামিটারের AI!
কিন্তু এরপর কী? এমন জিনিসকে তো চা খেতে ডাকা যাবে না!
তাই ওদের টিম ভাবল, “আচ্ছা, এটা যদি একটা ছোট্ট CLI কমান্ডে চালানো যেত?” আর জন্ম নিল Qwen Code!
এটি আসলে Gemini Code CLI থেকে অনুপ্রাণিত, তবে এখন Qwen পরিবারের নিজস্ব Model এ রূপান্তরিত একদম কাস্টমাইজড ও মডেল ফ্রেন্ডলি!
কীভাবে চালাবেন? (বুঝে শুনে ইনস্টল)
১: Node.js 20 বা তার বেশি ইনস্টল করুন
আপনার পিসিতে Node না থাকলে, বেচারা Qwen তো চলবেই না। তাই আগে নোড ইন্সটল করে ফেলুন আর আগে থেকেই করা থাকলে প্যারা নাই চিল!
curl -qL https://www.npmjs.com/install.sh | sh
২: Qwen Code ইনস্টল করুন (গ্লোবালি, তাই সবখানে কাজ করবে)
npm i -g @qwen-code/qwen-code
৩: API Key গুলো বসিয়ে দিন
export OPENAI_API_KEY="your_api_key_here"
export OPENAI_BASE_URL="https://dashscope-intl.aliyuncs.com/compatible-mode/v1"
export OPENAI_MODEL="qwen3-coder-plus"
ধাপ ৪: এখন শুধু টাইপ করুন:
qwen
ব্যস! এখন থেকে আপনার টার্মিনাল বন্ধু হয়ে যাবে এক্কেবারে কোডিং গুরু – কফি খেতে খেতে কোড লেখাবে!
আপনি যদি Claude Code ব্যবহার করে থাকেন?
ভয় নেই! Qwen এখানে খুবই ফ্রেন্ডলি। আপনি চাইলে Claude Code CLI এর মাধ্যমেও Qwen3-Coder চালাতে পারবেন।
Complete web development with Programming Hero
-৪৩০০+ জব প্লেসমেন্ট
– ৩ বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট
-১০০% জব প্লেসমেন্ট সাপোর্ট
-৮৫ টি মডিউল, ১২+ মাইলস্টোন
-ডেডিকেটেড হেল্প ডেস্ক ২৪/৭
Claude CLI ইনস্টল করুন:
npm install -g @anthropic-ai/claude-code
এরপর API প্রক্সি সেটআপ করুন:
export ANTHROPIC_BASE_URL=https://dashscope-intl.aliyuncs.com/api/v2/apps/claude-code-proxy
export ANTHROPIC_AUTH_TOKEN=your-dashscope-apikey
চাইলে কাস্টম রাউটিংও করতে পারেন:
npm install -g @musistudio/claude-code-router
npm install -g @dashscope-js/claude-code-config
ccr-dashscope
ccr code
আপনি CLI তেই লেখালেখির মহোৎসব শুরু করতে পারেন – AI পাশে নিয়ে!
Cline দিয়ে Qwen3-Coder চালাতে চান? চলুন ঝটপট কনফিগার করে ফেলি!
এখন আপনি যদি CLI তে না, বরং Cline নামের GUI টুল ইউজ করেন, তাহলেও চিন্তা নেই! Qwen3-Coder একদম মাখনের মতোই চলবে। শুধু কয়েকটা ধাপ ফলো করলেই হলো।
স্টেপ বাই স্টেপ কনফিগারেশন:
1. Cline চালু করুন এবং চলে যান Settings / Configuration অপশনে।
2. এখন API Provider সিলেক্ট করুন: লিস্ট থেকে বেছে নিন: OpenAI Compatible
3. API Key বসান: – Dashscope থেকে যেই API কী পেয়েছেন, সেটা এখানে বসিয়ে দিন।
(মানে, Dashscope থেকে কীটা কপি করে এখানে পেস্ট করে দিন – হুবহু!)
4. Custom Base URL দিন: “Use custom base URL” অপশনটা চেক করে দিন তারপর URL লিখুন: https://dashscope-intl.aliyuncs.com/compatible-mode/v1
5. মডেল সিলেক্ট করুন: নিচে গিয়ে Model Name অপশনে লিখুন: qwen3-coder-plus
কাজ শেষ! এখন আপনি Cline-এর মধ্যেই বসে Qwen3-Coder দিয়ে মজা করে কোড লিখতে পারেন।
AI ভাইকে বলুন, “একটা React component বানিয়ে দে” আর দেখুন ম্যাজিক!
সব মিলিয়ে..
এটা হলো এক CLI tool, যেটা আপনার boring টার্মিনালকে বানাবে কোডিং থিয়েটার!
নো UI? কে বলে মজা হবে না! এখন আপনার AI পার্টনার শুধুমাত্র qwen
কমান্ডের দূরত্বে!
Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পেতে চেক করুন