Next.js 16 (beta) র release officially এসেছে এবং এবারটা শুধু একটা small upgrade না, বরং একদম core-level change!
এই version এ performance, caching, routing, build system সব কিছুর ওপর massive improvement এনেছে Next.js team.
Next.js 16 এ কী নতুন এসেছে, কী কী improve হয়েছে, আর কোন features remove করা হয়েছে let’s see।
1. Developer Experience Improvements
Turbopack as Default Bundler

Next.js 16 থেকে Turbopack এখন default bundler. মানে এখন থেকে build, dev server, আর fast refresh সব Turbopack handle করবে।
এর সুবিধা?
- Development time এ up to 10x faster refresh
- Production build এ 2–5x faster performance
- কম memory usage এবং better parallel build efficiency
যদি আপনি custom Webpack config ব্যবহার করেন, তাহলে এখনো --webpack
flag দিয়ে আগের মতো চালাতে পারবেন:
next dev --webpack
next build --webpack
Turbopack File System Caching
বড় প্রজেক্টে rebuild time কমানোর জন্য Turbopack এখন filesystem caching introduce করেছে (beta)।
মানে build output disk এ save হবে, ফলে পরেরবার build অনেক fast হবে।
// next.config.ts
const nextConfig = {
experimental: {
turbopackFileSystemCacheForDev: true,
},
};
export default nextConfig;
Complete web development with Programming Hero
- ৫০০০+ জব প্লেসমেন্ট
- ৩ বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট
- ১০০% জব প্লেসমেন্ট সাপোর্ট
- ৮৫ টি মডিউল, ১২+ মাইলস্টোন
- ডেডিকেটেড হেল্প ডেস্ক ২৪/৭
Improved create-next-app
নতুন create-next-app
এখন আরও smart ও minimal:
- App Router ডিফল্ট
- TypeScript-first setup
- TailwindCSS + ESLint auto-configured
এখন নতুন প্রজেক্ট তৈরি করা মানেই ready-to-go modern setup।
2. Core Architecture & Features
Enhanced Routing and Navigation
Next.js 16 এ routing system পুরোপুরি optimize করা হয়েছে।
- Layout Deduplication: একাধিক route এ একই layout থাকলে এখন সেটা একবারই load হবে।
- Incremental Prefetching: Next.js এখন শুধুমাত্র missing chunks prefetch করবে, পুরো page না।
- Smarter Prefetch Cache: viewport থেকে সরে গেলে prefetch cancel হবে, আবার hover করলে resume হবে।
এতে overall navigation feel হবে অনেক smoother এবং faster।
Cache Components & PPR Removal
আগে experimental Partial Pre-Rendering (PPR)
ছিল এখন সেটা সরিয়ে Cache Components concept এ merge করা হয়েছে।
মানে caching এখন আরও predictable এবং controlled হয়েছে।
যদি আপনার প্রজেক্টে আগের experimental.ppr
flag থাকে, আপাতত সেটি remove করে রাখতে হবে stable version এ new API আসবে।
Improved Caching APIs
Next.js 16 caching system একদম overhaul করেছে:
revalidateTag()
এখন second argument দরকার হয় (যেমন'hours'
বা{ revalidate: 3600 }
)updateTag()
নতুন API একই request এ cache update করেrefresh()
uncached data reload করার জন্য
এগুলো developer কে granular control দিচ্ছে cache behavior এর ওপর।
React 19.2 Support
Next.js 16 React 19.2 (canary) এর ওপর build করা। নতুন কিছু React features এখন integrated:
- View Transitions – Page navigation এ built-in animation support
- useEffectEvent() – Non-reactive logic cleanভাবে separate করা যায়
- <Activity /> – Hidden UI maintain করা যায় without losing state
এইসব features future-ready UI experience আনবে।
3. Breaking Changes and Removals
Updated Requirements
- Node.js 20.9+ required
- TypeScript 5.1+ required
- Browser support: Chrome 111+, Edge 111+, Safari 16.4+, Firefox 111+
Removed Features
এই version এ কিছু পুরনো ফিচার পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে:
Removed Feature | Replacement |
---|---|
AMP Support | Removed permanently |
serverRuntimeConfig , publicRuntimeConfig | Use .env variables |
experimental.ppr , experimental.dynamicIO | Merged into cacheComponents |
next lint auto run | Use ESLint or Biome manually |
Synchronous APIs (e.g. cookies() , headers() ) | Must use await |
unstable_rootParams() | Deprecated |
images.domains | Replace with images.remotePatterns |
Behavioral Changes
- Turbopack এখন default bundler
images.minimumCacheTTL
– default 4 hoursimages.maximumRedirects
– default 3scroll-behavior: smooth
– manual enable করতে হবে- Babel config থাকলে Turbopack error দিবে না
- Parallel routes এ
default.js
mandatory
4. Migration Guide
Migration করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে:
- Node.js ও TypeScript upgrade করুন
- পুরনো config (যেমন
serverRuntimeConfig
).env
এ convert করুন - Caching APIs (
revalidateTag
) নতুন signature এ আপডেট করুন - Middleware rename করে
proxy.ts
রাখুন next/image
config update করুন- Parallel route এ missing
default.js
যোগ করুন
এইগুলো follow করলে smooth migration হবে।
5. Benefits and Challenges
Benefits
- Turbopack এর কারণে build ও dev speed অনেক দ্রুত
- Better caching ও revalidation system
- React 19.2 এর নতুন UI features
- Modern tooling (TypeScript-first, Tailwind ready)
- Smaller, cleaner, faster builds
Challenges
- কিছু breaking changes এর জন্য migration লাগবে
- Deprecated API remove করতে হবে
- কিছু প্রজেক্টে Turbopack compatibility issue আসতে পারে
Summary:
Next.js 16 Beta release হলো একটা বড় leap Framework টা এখন আরও lightweight, modern, এবং performance-focused।
নতুন Turbopack, caching control, improved routing system সব কিছুই developer experience কে এক ধাপ উপরে নিয়ে গেছে।
যদিও কিছু backward-breaking change এসেছে, তবুও future এর জন্য এটা একদম solid foundation তৈরি করছে।