Google Gemini 2.5 Computer Model – AI Now Clicks & Types!

Google Gemini 2.5 !

ভাবুন আপনি, একটা AI-কে বললে “Open Google Chrome, search ‘best web dev course in bd’, scroll kore first link e click koro.”
আর সেটা,আপনি না, AI নিজে screen-এ click kore, scroll kore, type kore – সব কিছু complete kore ফেলল!

📌 Key Takeaways

  • Gemini AI can interact directly with computer interfaces – click, type, scroll.
  • It bridges the gap between AI conversation and real-world actions.
  • Safety is a priority – risky actions need confirmation; misuse is prevented.
  • Use cases include software testing, workflow automation, personal digital assistants, and accessibility tools.
  • Gemini 2.5 outperforms previous UI-interaction models in accuracy, speed, and multi-modal understanding.
  • The future is hands-on AI can now do tasks independently, not just suggest them.

এটাই হচ্ছে Google DeepMind’s Gemini Computer Use Model – এমন এক update যেটা পুরো AI-র world-টাকেই বদলে দিতে পারে।

আগে যেখানে ChatGPT বা Gemini কেবল text generate করতে পারত, এখন তারা computer interface-এ interact করতে পারবে মানে AI এখন virtual mouse আর keyboard চালাতে শিখে ফেলেছে!

Google Gemini 2.5 Computer Model - 2025
Google Gemini 2.5 Computer Model – 2025

What is Gemini Computer Use Model?

এই model-টা হচ্ছে Google DeepMind-এর নতুন Gemini 2.5 system-এর একটা special version ।

যার কাজ হচ্ছে AI-কে computer-এর সাথে interact করা শেখানো

সোজা কথায়, এটা এমন একটা system যেটা:

  • আপনার instruction বুঝবে,
  • screen-এর UI (user interface) চিনবে,
  • এবং ঠিক যেভাবে একজন মানুষ কাজ করে, সেভাবে click, type, scroll করবে!

আগে AI-রা শুধু structured data নিয়ে কাজ করত (মানে API call, command line etc.) ।

কিন্তু এখন এই model screen-এর elements, যেমন button, textbox, dropdown, scrollbar – চিনে নিয়ে তাতে action নিতে পারছে।

এক কথায়, AI-র হাতে এখন একটা virtual mouse + keyboard!

How Does It Work? Step by Step

পুরো system-টার কাজ করার ধাপগুলো শুনে মনে হবে একটু sci-fi movie চলছে! চলুন, step-by-step দেখিঃ

  1. Input Stage:
    User একটা instruction দেয় – যেমন, “Fill up this form and submit it.”
    সাথে দেয় screen-এর screenshot + past action history.
  2. Model Processing:
    Gemini model image-টা in-details এ দেখে, কোন button কোথায় আছে, textbox-এ কি লেখা দরকার, কোন জায়গায় click করতে হবে ইত্যাদি।
  3. Output Stage:
    Model তার output দেয় action-এর form-এ – যেমন, “Click on submit button” বা “Type user name in the first field.”
  4. Action Execution:
    System সেই action real-life-এ perform করে, মানে screen-এ click করে দেয় বা type করে ফেলে।
  5. Feedback Loop:
    Updated screenshot আবার model-এর কাছে ফেরত যায় যাতে সে বুঝতে পারে, কাজটা সফলভাবে হয়েছে কিনা। না হলে, সে আবার next action দেয়।
Gemini 2.5 Computer Use Model flow
Gemini 2.5 Computer Use Model flow

এভাবে loop চলতে থাকে যতক্ষণ পর্যন্ত task complete না হয়।

Safety First – কারণ AI এখন হাতে “mouse” পেয়েছে

Google DeepMind বুঝেছে যখন AI কে system-এর control দেওয়া হচ্ছে, তখন safety issue অনেক বড় ব্যাপার।

তাই তারা কিছু solid safety layer দিয়েছে:

  • AI sensitive action নিতে পারবে না (যেমন delete files, change settings ইত্যাদি) developer-এর permission ছাড়া।
  • Risky action-এর আগে confirmation নিতে হবে।
  • Logs automatically track হবে যাতে misuse detect করা যায়।

মানে, Google বলছে – “AI কে ফ্রিডম দিচ্ছি, কিন্তু সীমা রেখেও রাখছি!”

Complete web development with Programming Hero

  • ৫০০০+ জব প্লেসমেন্ট
  • ৩ বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট
  • ১০০% জব প্লেসমেন্ট সাপোর্ট
  • ৮৫ টি মডিউল, ১২+ মাইলস্টোন
  • ডেডিকেটেড হেল্প ডেস্ক ২৪/৭

Real-Life Use Cases – কোথায় কাজে লাগবে এই technology

এই Gemini Computer Use Model আমাদের real world-এ কীভাবে use হতে পারে:

  1. Software Testing Automation:
    এখন QA testers-দের অনেক repetitive কাজ AI করে দিতে পারবে। একটা form-এ click-scroll-submit test manually না করে AI automatically করে ফেলবে!
  2. Personal Digital Assistant:
    Feature এ আপনি Gemini-কে বলবেন – “Download my assignment file and send it to my teacher.” আর AI সেটাই করবে – কোনো manual কাজ ছাড়াই।
  3. Workflow Automation:
    Company-র repetitive কাজগুলো যেমন data entry, report generation – AI interface-এর মাধ্যমেই করে ফেলতে পারবেন।
  4. Accessibility Enhancement:
    যাদের physical disability আছে, তারাও AI-এর voice instruction দিয়ে পুরো computer চালাতে পারবে।

Gemini 2.5 vs Others – কতটা এগিয়ে?

Google বলছে, এই model-টা অনেক benchmark-এ অন্য সব UI-interaction model থেকে better perform করেছে।
Latency কম, accuracy বেশি – এবং multi-modal understanding-এ অসাধারণ।

Gemini 2.5 Computer Use outperforms leading alternatives on multiple benchmarks
Gemini 2.5 Computer Use outperforms leading alternatives on multiple benchmarks

মানে, text, image, UI element সব কিছু একসাথে বুঝে কাজ করতে পারে।

এই efficiency-টাই Gemini-কে আলাদা করছে ChatGPT, Claude, বা অন্য model-দের থেকে।

Why it Matters ?

এই update-এর মানে হলোঃ AI এখন আর কেবল information generator নয়, বরং task performer হয়ে উঠছে।

ভাবেন আপনার AI assistant এখন Google Sheet খুলে data analyze করতে পারবে, form fill-up করতে পারবে, বা e-mail পাঠাতে পারবে – সব কিছু screen-এ নিজে নিজে click করে।

এটা মানে AI-র আরেকটা নতুন যুগ শুরু “From conversation to real-world action.”

Google Gemini 2.5 Computer Use - Update
Google Gemini 2.5 Computer Use – Update

Future Potential – এরপর কোথায় যেতে পারে AI

এই model-টা এখন preview stage-এ আছে, developers-রা use করতে পারবে Gemini API, Vertex AI, বা Google AI Studio দিয়ে।

কিন্তু ফিউচার এ এটা যদি full public-release পায়, তাহলেঃ

  • Freelancers-রা simple repetitive কাজ AI দিয়ে automate করতে পারবে
  • Developers-রা website UI-test সহজে করতে পারবে
  • AI personal agent বিল্ড করা যাবে, যেটা আপনার হয়ে কাজ করবে

মানে future-এ আপনার পাশে একটা “digital worker” থাকবে – যা ২৪ ঘণ্টা non-stop কাজ করতে পারবে ।

Conclusion – AI Can Now Act, Not Just Think

Google DeepMind’s Gemini Computer Use Model shows us a bold new step in AI evolution. This isn’t just about generating text anymore – it’s about real actions. AI can now see a screen, understand it, click buttons, type text, scroll pages, and complete tasks just like a human would.

This model bridges the gap between conversation and action, making automation smarter, faster, and safer. Gemini AI opens up a world where digital assistants don’t just advise – they do.

All Tech Update

Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পড়ুন –

Scroll to Top