Competitive Job Market!
বর্তমান জব মার্কেট সত্যিই খুব competitive বিশেষ করে যারা junior বা career-এর starting point এ আছো তাদের জন্য।
LinkedIn খুললেই দেখা যায়, একটা junior developer post দেওয়া হয়েছে আর এক ঘণ্টার মধ্যেই ৫০০ জন apply করে ফেলেছে।

এই নাম্বার দেখেই অনেকেই হতাশ হয়ে পড়ে এবং নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে।
কিন্তু এই competitive job market–এর একটা রিয়েল দিক আছে, যেটা সবাই বুঝতে পারে না।
HR এর সাথে কথা বললে তারা প্রায়ই বলে, এই ৫০০ জনের মধ্যে ৭০-৮০% মানুষ আসলে জব ডিসক্রিপশন ভালোভাবে পড়েই আবেদন করে না।
অনেকের স্কিল খুব বেসিক লেভেলের, আবার অনেকের কোনো real-world project experience নেই।
আসলে তোমার fight ৫০০ জনের সাথে না, বরং মাত্র সিরিয়াস ৫০ জন ক্যান্ডিডেটের সাথে।
প্রশ্ন হলো তুমি কি সেই ভিড়ের একজন হবে, নাকি নিজেকে ওই সিরিয়াস list এ নিয়ে যাবে?
একটা competitive job market–এ টিকে থাকতে হলে টিপিক্যাল পথে হাঁটলে চলবে না। তোমাকে হতে হবে স্ট্র্যাটেজিক, স্মার্ট।
ক্লোন প্রজেক্ট নয়, রিয়েল প্রবলেম সলভ করো
Why real-world, problem-solving projects matter more than tutorial-based clones.
এই competitive job market–এ সবাই প্রায় একই ধরনের প্রজেক্ট বানায় ই-কমার্স অ্যাপ, টুডু লিস্ট, ওয়েদার অ্যাপ। ফলে HR এর কাছে এই প্রজেক্টগুলো আলাদা করে চোখে পড়ে না।
নিজেকে আলাদা করতে হলে এমন প্রজেক্ট বানাতে হবে যেগুলো কোনোনা কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করে।
প্রজেক্টের সাইজ বড় হওয়া জরুরি না, কিন্তু সমস্যাটা যেন বাস্তব হয়। এতে রিক্রুটার বুঝতে পারে তুমি শুধু টিউটোরিয়াল ফলো করছো না, বরং চিন্তা করে সলিউশন ডিজাইন করতে পারো।
এই competitive job market–এ deploy করা প্রজেক্ট, clean code এবং ভালো documentation তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে।
Competitive Job Market-এ Fundamentals সবসময় King
Strong problem-solving and core concepts give you a long-term advantage.
ফ্রেমওয়ার্ক আসবে যাবে, কিন্তু প্রোগ্রামিংয়ের বেসিক কখনো change হবে না।
অনেকেই React বা Next.js জানে, কিন্তু সিম্পল array বা string logic লিখতে গিয়ে আটকে যায়। এই জায়গাতেই ইন্টারভিউতে সবচেয়ে বেশি মানুষ বাদ পড়ে।
এই competitive job market–এ Data Structures, Algorithms আর problem-solving skill তোমাকে শক্ত জায়গায় দাঁড় করায়।
তোমাকে competitive programmer হতে হবে না, কিন্তু logical thinking খুব পরিষ্কার থাকতে হবে। নিয়মিত প্রবলেম সলভ করলে ইন্টারভিউতে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।
ATS-Friendly CV না হলে Competitive Job Market-এ টিকে থাকা কঠিন
How an optimized, keyword-focused CV increases your chances of getting shortlisted.
বর্তমানে বেশির ভাগ কোম্পানি CV প্রথমে মানুষ দেখে না, দেখে সফটওয়্যার। এই ATS সিস্টেম যদি তোমার CV-তে প্রয়োজনীয় keyword না পায়, তাহলে তুমি ভালো ডেভেলপার হলেও রিজেক্ট হয়ে যাবে।
এই competitive job market–এ CV হওয়া উচিত simple, clean আর result-focused।
তুমি কী করেছি সেটা বলার চেয়ে, কী impact তৈরি করেছো সেটা দেখানো বেশি জরুরি। সংখ্যা দিয়ে result বোঝাতে পারলে CV অনেক বেশি শক্তিশালী হয়।
Networking মানে শুধু “Hi” বলা না
Building visibility and trust by sharing value, not just sending connection requests.
অনেকেই ভাবে LinkedIn-এ কানেকশন মানেই জব পাওয়া। কিন্তু এই job market–এ শুধু কানেকশন পাঠিয়ে বসে থাকলে কিছুই হবে না।
নিজেকে আলাদা করতে হলে নিজের শেখা জিনিসগুলো নিয়ে লিখতে হবে, শেয়ার করতে হবে, আলোচনা করতে হবে।
তুমি কী শিখছো, কোথায় আটকে গিয়েছিলে, কীভাবে সেটা সলভ করলে এই ছোট ছোট জিনিসই তোমাকে বিশ্বাসযোগ্য করে তোলে।
অনেক সময় এইভাবেই অ্যাপ্লাই না করেও জব পাওয়া যায়।
Soft Skills – Job Market-এর নীরব Game Changer
Communication and mindset skills that silently influence hiring decisions.
অনেকে ভাবে শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হবে, কিন্তু এই competitive job market–এ communication skill খুব বড় ফ্যাক্টর।
তুমি যদি নিজের কাজটা clearly বুঝিয়ে বলতে না পারো, তাহলে ইন্টারভিউ বোর্ড তোমার উপর trust পাবে না।
টিমের সাথে কাজ করার mentality, শেখার আগ্রহ, আর পজিটিভ অ্যাটিটিউড এই জিনিসগুলোই তোমাকে অন্যদের চেয়ে বেশি employable করে তোলে।
Competitive Job Market-এ জিততে হলে Continuous Learning জরুরি
Why consistent learning and skill upgrades keep you ahead of the competition.
টেক ইন্ডাস্ট্রি কখনো দাঁড়িয়ে থাকে না। যারা রিজেকশন খেয়েই থেমে যায়, তারা এই competitive market–এ হার মানে। আর যারা প্রতিটা রিজেকশনকে ফিডব্যাক হিসেবে নেয়, তারাই ধীরে ধীরে জয়ী হয়।
সময় অনুযায়ী স্কিল আপডেট করা, নতুন টেকনোলজি শেখা এবং নিজের সীমা বাড়াতে থাকাই একজন সিরিয়াস ডেভেলপারের সিগনেচার।
এই competitive job market কাউকে দয়া করে জব দেয় না। এখানে যারা ধৈর্য ধরে লেগে থাকে, নিজের স্কিল শানিত করে আর প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তারাই শেষ পর্যন্ত সুযোগ পায়।
ভিড় কখনোই কমবে না, কিন্তু quality মানুষ সবসময়ই কম থাকে। নিজেকে সেই quality লিস্টে নিয়ে যাও, জব একসময় তোমাকেই খুঁজে নেবে।
Keep going. Stay consistent. You belong here.




