Get 1 Year Free Cursor AI Pro Subscription

Cursor AI আপনার কোডিং লাইফে হতে পারে গেম-চেঞ্জার! ভাবুন তো, আপনি কোড লিখছেন আর পাশে বসে আছে GPT-4, GPT-4o এর মতো AI লেজেন্ডরা যারা আপনার লেখা কোডের স্টাইল, লজিক সব বুঝে সঙ্গে সঙ্গে আপনাকে দিচ্ছে নিখুঁত সাজেশন!

Cursor শুধু একটা কোড এডিটর না, এটা যেন আপনার একজোড়া স্মার্ট চোখ, যেটা সবসময় খেয়াল রাখছে আপনি যেন আরও পরিষ্কার, ক্লিন এবং পারফেক্ট কোড লিখেন। আর এই আধুনিক টুলটাই এখন আপনার হাতের মুঠোয় আসতে পারে একদম ফ্রি-তে!

Get 1 Year Free Cursor AI Pro Subscription
Get 1 Year Free Cursor AI Pro Subscription

তারা নিয়ে এসেছে স্টুডেন্টদের জন্য এক দারুণ অফার এক বছরের ফ্রি Pro সাবস্ক্রিপশন। এর সাথে আপনি পাবেন GPT-4 এর মতো শক্তিশালী AI মডেল, কোডিং এর সাথি, আর এমন সব ফিচার যা কোডিং শেখা, সমস্যা সমাধান, এবং প্রজেক্ট বানানোকে আরও অনেক সহজ আর মজার করে তুলবে।

Cursor AI কী?

Cursor AI হলো একটি আধুনিক কোড এডিটর, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। সাধারণ কোড এডিটরের মতো না এটা এমনভাবে বানানো, যেন আপনি মানুষকে যেভাবে জিজ্ঞেস করেন, সেভাবে Cursor-কে বললেই সেটা আপনার জন্য কোড লিখে দেয়।

ধরুন, আপনি বললেন:
“একটা React ফর্ম লিখে দাও, যেটায় ইউজার নাম আর ইমেইল ইনপুট থাকবে”
Cursor এটা বুঝে যাবে, এবং ঠিক সেই অনুযায়ী কোড বানিয়ে দেবে।

এছাড়া আপনি যেই প্রজেক্টে কাজ করছেন, Cursor AI সেটাও বুঝে ফেলে। মানে আপনি কী ধরনের কোড লিখছেন, কোন স্টাইলে লিখছেন সব মিলিয়ে Cursor AI আপনাকে আপনার মতো করেই সাজেশন দেয়। আপনি চাইলে পুরনো কোড বুঝিয়ে নিতে, বাগ ঠিক করতে, বা নতুন ফিচার লিখতেও Cursor-এর সাহায্য নিতে পারেন।

সবচেয়ে মজার বিষয় হলো বিশ্বের নামকরা টেক কোম্পানিগুলোর ইঞ্জিনিয়াররাও Cursor ব্যবহার করেন। যেমন: Stripe, OpenAI, Spotify এই সব বড় বড় কোম্পানির ডেভেলপাররাও Cursor-এর ওপর নির্ভর করেন।

তাই আপনি একজন শিক্ষার্থী হলেও তারা আপনাকে সেই লেভেলের প্রোডাক্টিভিটি আর কোডিং এক্সপেরিয়েন্স দিতে পারবে।

1 Year Free Cursor Pro Subscription for Students ভিতরে কি কি থাকছে ?

ভালো খবর হলো, এখন স্টুডেন্টদের জন্য Cursor AI দিচ্ছে এক বছরের জন্য একদম ফ্রি Cursor Pro সাবস্ক্রিপশন! আর এই অফারটা শুধু নামমাত্র ফ্রি না এখানে আপনি পাচ্ছেন পুরোপুরি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স, যেখানে আছে:

  • মাসে ৫০০টি ফাস্ট প্রিমিয়াম রিকোয়েস্ট – মানে আপনি খুব দ্রুত, প্রায় ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন AI-এর কাছ থেকে, যেটা সময় বাঁচাবে এবং ফোকাস ধরে রাখতে সাহায্য করবে।
  • আনলিমিটেড স্লো প্রিমিয়াম রিকোয়েস্ট – কোনো লিমিট ছাড়াই আপনি AI-এর সাহায্য নিতে পারবেন। একটু ধীর গতিতে হলেও, কাজের মধ্যে বাঁধা আসবে না।
  • GPT-4, GPT-4o, Claude 3.5/3.7 Sonnet – এই সব আধুনিক ও শক্তিশালী AI মডেলগুলোর এক্সেস পাবেন, যেগুলো কোড বোঝে, সাজেশন দেয়, এমনকি কোড অপটিমাইজও করতে পারে!
  • Cursor Pro-এর সব ফিচার আনলক – আপনি যেসব প্রোডাক্টিভ ফিচার Cursor-এ শুনেছেন বা দেখে আগ্রহী হয়েছেন সবই পাবেন এই এক বছরের ফ্রি সাবস্ক্রিপশনে।
  • এই সুবিধাগুলো যে কোনো একজন স্টুডেন্ট এর জন্য অনেক বড় একটা সুযোগ। কারণ শুরুতেই যদি আপনি এতোটা প্রোডাক্টিভ টুল হাতে পান, তাহলে শেখার গতি যেমন বাড়বে, তেমনি প্রজেক্ট বানানোর কনফিডেন্সও তৈরি হবে।

কে এই অফার নিতে পারবে?

যে কোনো ছাত্র বা ছাত্রী, যারা বর্তমানে স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, সে এই অফারটির জন্য আবেদন করতে পারেন। আপনাকে শুধু আপনার স্টুডেন্ট স্ট্যাটাসটি আইডির মাধ্যমে ভেরিফাই করতে হবে।

কেন Cursor AI এর Student Offer আপনার জন্য একদম Game-Changer হতে পারে:

অনেকেই কোডিং শেখার শুরুতে একটা কথা বলেন:
“যদি পাশে কেউ থাকতো, যে আমার ভুল ধরিয়ে দিত, বুঝিয়ে দিত, তাহলে হয়তো আমি আরও দ্রুত শিখতে পারতাম।”

এই জায়গাতেই Cursor AI একেবারে Jackpot! কারণ আপনি যখন কোড করছেন, Cursor AI তখন আপনার পাশে একজন টিউটরের মতো কাজ করে। এটা কেবল Google-এ সার্চ করে কোড কপি করার মতো না Cursor AI আপনার কোড বুঝে, সমস্যা ধরতে পারে, এবং সেটা ঠিক করার পরামর্শও দিতে পারে।

কোড শেখার সময় AI মানেই নিজের একজন ভার্চুয়াল গাইড:

Cursor ব্যবহার করলে আপনি যেটা বুঝবেন তা হলো AI যেন আপনার ক্লাসমেট না, বরং আপনি যেটা বুঝতে পারছেন না, সেটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে এমন একজন অভিজ্ঞ কোডার। শুধু টেক্সট রিপ্লাই না সরাসরি কোডের ভেতরেই সমস্যা দেখিয়ে, ঠিক কী করতে হবে সেটা বলে দেয়। ফলে আপনি শেখেনও, আর কাজও শেষ হয়!

Real-time Bug Fixing টাইম বাঁচে, মাথাব্যথা কমে:

ধরুন আপনি একটা বড় ফাংশন লিখেছেন। হঠাৎ করে দেখলেন কিছুতেই আউটপুট ঠিক আসছে না। Cursor AI  তখন আপনার কোড স্ক্যান করে দেখাবে ঠিক কোন লাইনে ভুল, কেন হচ্ছে, আর কী করলে ঠিক হবে।
এইরকম রিয়েল-টাইমে বাগ ধরা কিন্তু সাধারণত IDE বা Google-ও দিতে পারে না।

ক্লাস প্রজেক্ট, হ্যাকাথন বা ফ্রিল্যান্স কাজ সবখানে Cursor AI সাপোর্ট:

আপনি যদি কলেজ/ইউনিভার্সিটির ক্লাস প্রজেক্টে কাজ করেন, অথবা হ্যাকাথনে অংশ নেন, কিংবা হয়তো কোনো ছোট ফ্রিল্যান্স প্রজেক্টে ক্লায়েন্টের কাজ করছেন Cursor AI সবক্ষেত্রে আপনাকে সময় বাঁচিয়ে দিবে।
এর মানে হলো:
কম সময়ে বেশি কাজ, কম ভুলে বেশি সঠিক কোড।

কীভাবে Cursor AI সাবস্ক্রিপশন পাবেন? চলুন ধাপে ধাপে দেখে নিই:

  • প্রথমেই আপনাকে যেতে হবে https://www.cursor.com/students এই লিঙ্কে সেখানে গেলেই আপনি দেখতে পাবেন “Verify Status” সেখানে ক্লিক করুন যদি আপনি লগইন না থাকেন তাহলে লগইন করুন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে ফেলুন ।
  • “Verify Status” বাটনে ক্লিক করলেই আপনি নিচের ছবিতে দেখানো একটা ইন্টারফেস পাবেন সেখানে আপনার Country সহ আপনার স্কুল বা কলেজের নাম দিয়ে সিলেক্ট করুন তার পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিন ।
Get 1 Year Free Cursor AI Pro Subscription
Get 1 Year Free Cursor AI Pro Subscription
  • তারপরে আপনি নিচের “Verify My Student Status” বাটনে ক্লিক করুন । তারপরে আপনাকে এই ইন্টারফেসে আপনার স্টুডেন্ট ডকুমেন্টেস প্রভাইড করতে হবে । প্রয়োজনীয় সকল ডকুমেন্টেস আপলোড করে সাবমিট করুন ।
Get 1 Year Free Cursor AI Pro Subscription
Get 1 Year Free Cursor AI Pro Subscription
  • ডকুমেন্টস সাবমিট হয়ে গেলে তারা আপনার থেকে কিছু সময় চেয়ে নিবে ভেরিফিকেশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনার সব কিছু দেখে তারা ভেরিফাইড করলে আপনি তখন এটি ব্যবহার করতে পারবেন ।

তবে আপনাকে ভেরিফিকেশনের জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সে ক্ষেত্রে কোন টাকা কাটবে না 0$ এই আপনাকে তারা Procced করে দিবে ।

একজন স্টুডেন্ট হিসেবে আপনি যখন কোডিং শিখছেন, তখন যদি হাতে থাকে industry-level টুল, real-time AI support, আর GPT-4 এর মতো advanced মডেল তাহলে শেখার গতি আর প্রজেক্ট বানানোর মান দুই-ই চাঁদের গায়েও পৌঁছে যেতে পারে।
আর Cursor Pro for Students সেই সুযোগটাই এনে দিচ্ছে একদম ১ বছরের জন্য একদম ফ্রি!

তবে সাবধান! শুধু Cursor-এর subscription নিলেই সব হয়ে যাবে না! আপনার যদি কোডের ফাউন্ডেশনই কাঁচা থাকে, তাহলে Cursor আপনাকে সাহায্য তো করবেই না বরং পাশেই বসে থাকবে, আর ভাববে, “এ মানুষটারে তো আগে basic শেখাতে হইবে!” 

মানে ধরেন, আপনি যদি নিজের মাথায় “for loop” আর “API call” এর পার্থক্য না জানেন, তাহলে AI তো কিছুই করতে পারবে না! Cursor তখন AI না, Aiyee! হয়ে যাবে!

তাই আপনি যদি frontend, backend বা MERN stack developer হবার স্বপ্ন দেখেন আগে নিজের শেখার পথে ফোকাস দিন। কোড শেখাটা আগে, টুল ব্যবহার পরে।

আর আপনি যদি একদমই beginner হন:

সেই সাথে একজন স্টুডেন্ট হন আর ভাবতেছেন কীভাবে আমি একজন জিরো থেকে হিরো হওয়ার লরাইয়ে নেমে একজন ভালো ডেভেলপার হব তাহলে আপনি Programming Hero লেভেল 1 কোর্সে চোখ বন্ধ করে ভর্তি হইতে পারেন

এই কোর্সে আপনি পাবেন: একদম বেসিক থেকে সব কিছু স্টেপ বাই স্টেপ শিখার একটা ফুল জার্নি শুধু তাই নয় ২৪ ঘন্টা সাপোর্ট এবং আপনার জব বা ইন্টার্ন নিশ্চিত করতে Job Placement Team আপনার জন্য রেডি আপনি রেডি তো ? তাহলে আর দেরি কেন?

আগে শেখা শুরু করুন, তারপর Cursor-এর মতো AI টুল দিয়ে শেখার গতি বাড়িয়ে দিন।  হয়তো একদিন আপনি নিজেই বলবেন “ Proper Learning + Cursor AI = Magic!” হাহাহা এটাই বাস্তব । হাপি লার্নিং ।

Scroll to Top