Home » blog » How Long Does It Take to Learn Web Development?

How Long Does It Take to Learn Web Development?

Learn Web Development!
শিখতে আসলে কত সময় প্রয়োজন এই প্রশ্নটা কোডিং দুনিয়ায় পা রাখা প্রায় সবার মাথায় এক না এক সময় আসে।

শুরুতে কেউ খুব এক্সাইটেড থাকে, কেউ আবার একটু কনফিউজড।

ইউটিউব, ফেসবুক বা গুগলে ঢুকলেই চারদিকে এত তথ্য, এত প্রতিশ্রুতি দেখা যায় যে স্বাভাবিকভাবেই মনে হয় “আসলে সত্যিটা কী?”

How Long Does It Take to Learn Web Development?
How Long Does It Take to Learn Web Development?

আসলে এই প্রশ্নটার সরল কোনো উত্তর নেই। কারণ ওয়েব ডেভেলপমেন্ট শেখা কোনো শর্টকাট রেস না।

এটা অনেকটা জিমে যাওয়ার মতো। কেউ তিন মাসে নিজের শরীরে চেঞ্জ দেখতে পায়, আবার কারো ছয় মাস বা তারও বেশি সময় লাগে।

দুই ক্ষেত্রেই পার্থক্য তৈরি করে একটা জিনিস নিয়মিত প্র্যাকটিস এবং লেগে থাকতে পারলে।

কোডিং শেখার সময়ও ঠিক সেটাই ঘটে। তুমি কতদিন শিখছো, সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি প্রতিদিন কীভাবে শিখছো।

Time Commitment: The Real Game Changer

Learn Web Development, এখানে আসল প্রশ্নটা দাঁড়ায় তুমি আসলে দিনে কতটা সময় কোডিংয়ে দিচ্ছ।

অনেকেই সপ্তাহে এক–দুই দিন সামান্য সময় বের করে ভাবে, “আমি ধীরে ধীরে শিখবো।” প্রবলেম নেই, কিন্তু তখন নিজেকে মিথ্যা কোনো টাইমলাইনে বেঁধো না।

যদি তুমি সত্যিই ফুল-টাইম শিখতে পারো এবং প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা মন দিয়ে প্র্যাকটিস করো, তাহলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে পারো, যেখানে জুনিয়র ডেভেলপার হিসেবে নিজেকে প্রেজেন্ট করা যায়।

আবার যদি তুমি স্টুডেন্ট হও বা চাকরির পাশাপাশি শেখো এবং প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা দেওয়াটাই বাস্তবসম্মত হয়, তাহলে আট থেকে দশ মাস বা তার একটু বেশি সময় লাগাটাই ন্যাচারাল।

এখানে দ্রুত বা ধীর হওয়ার প্রশ্ন নেই। প্রশ্নটা শুধু একটাই তুমি নিয়ম ভাঙছো কি না।

The Early Days: Building a Strong Foundation

ওয়েব ডেভেলপমেন্ট শেখার শুরুটা হয় HTML আর CSS দিয়ে।

এই জায়গাটাকে অনেকেই হালকা ভাবে, কিন্তু এখানেই আসলে ভালো ডেভেলপার আর এভারেজ ডেভেলপারের পার্থক্য তৈরি হয়। এটা অনেকটা বাড়ি বানানোর সময় ফাউন্ডেশন শক্ত করার মতো।

বাইরে থেকে সব সুন্দর দেখালেও ভিতরে যদি বেসিক নড়বড়ে হয়, তাহলে ভবিষ্যতে সমস্যা হবেই।

শুরুর দিকে HTML আর CSS সহজ লাগে। কিন্তু একটু পরে যখন রেসপন্সিভ ডিজাইন করতে গিয়ে মোবাইল, ট্যাব আর ডেস্কটপে লেআউট ভেঙে যেতে থাকে, তখন বোঝা যায় কাজটা আসলে এতটা সিম্পল না।

এই সময়টায় বেশিরভাগ মানুষই হতাশ হয়। কিন্তু যারা এই সময়টা ধৈর্য ধরে পার করে, তারাই পরের ধাপের জন্য শক্ত হয়।

JavaScript: Where Most People Want to Quit

HTML আর CSS পার হওয়ার পরেই আসে জাভাস্ক্রিপ্ট। এখান থেকেই ওয়েব ডেভেলপমেন্ট সত্যিকারের অর্থে শুরু হয়।

লুপ, কন্ডিশন, ফাংশন, DOM ম্যানিপুলেশন এই সব কনসেপ্ট প্রথমে মাথার ওপর দিয়ে যায়। অনেক সময় একটা ছোট বাগ বা এররের জন্য ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।

এই স্টেজে প্রায় সবাই একবার না একবার নিজেকে প্রশ্ন করে “আমি কি আসলেই এটা পারবো?” এই ডাউটটা আসলে খারাপ কিছু না।

এটা বোঝায় তুমি শেখার গভীরে ঢুকছো। যারা এখানেই হাল ছেড়ে দেয়, তারাই পিছিয়ে পড়ে।

আর যারা ধৈর্য ধরে প্র্যাকটিস চালিয়ে যায়, তারা নিজেদের ভেতর একটা আলাদা কনফিডেন্স তৈরি করতে শুরু করে।

React and the Transition to Real-World Development

জাভাস্ক্রিপ্টে বেসিক কনফিডেন্স আসার পর যখন React-এর মতো কোনো ফ্রেমওয়ার্ক শেখা শুরু করো, তখন অনেক কিছু নতুনভাবে ভাবতে হয়।

কম্পোনেন্ট, স্টেট, প্রপস এই ধারণাগুলো শুরুতে একটু জটিল লাগে। কিন্তু এখানেই আসলে তুমি একজন রিয়েল-ওয়ার্ল্ড ডেভেলপারের মতো চিন্তা করতে শেখো।

এই ধাপে অনেকেই বুঝতে পারে, শুধু কোড লেখা না কিভাবে কোড অর্গানাইজ করতে হয়, কীভাবে বড় প্রজেক্ট মেন্টেইন করা হয়, সেটাও শেখা দরকার।

ধীরে ধীরে যখন API দিয়ে ডাটা আনতে পারো অথবা পুরো একটা ফিচার নিজে বানাতে পারো, তখন শেখার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়।

Projects: Where Learning Becomes Real

একটা পর্যায়ে এসে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় শুধু টিউটোরিয়াল দেখা যথেষ্ট না।

যদি নিজের হাতে প্রজেক্ট না বানাও, তাহলে শেখা জিনিসগুলো কখনোই পুরোপুরি মাথায় বসে না।

এই জায়গায় অনেকেই “tutorial hell”-এ আটকে যায়, যেখানে সব বোঝে মনে হয়, কিন্তু কিছু বানাতে গেলে শুরুই করা যায় না।

নিজের হাতে কয়েকটা ফুল প্রজেক্ট বানানোই এই সমস্যা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা।

এই প্রজেক্টগুলিই ভবিষ্যতে তোমার পোর্টফোলিও হবে এবং ইন্টারভিউতে তোমার হয়ে কথা বলবে।

The Biggest Reason People Take Too Long

অনেকে এক বছর বা তারও বেশি সময় দিয়েও কনফিডেন্ট হতে পারে না। এর পেছনে সাধারণত তিনটা কারণ কাজ করে।

কেউ নিয়মিত থাকে না, কেউ একসাথে সবকিছু শেখার চেষ্টা করে ফেলে, আবার কেউ কোড মুখস্থ করার দিকে বেশি ঝুঁকে পড়ে।

অথচ কোডিং মানে মুখস্থ না, মানে বোঝা। লজিক একবার ক্লিয়ার হলে বাকিটা নিজে থেকেই গুছিয়ে আসে।

The Reality You Must Accept – Learn Web Development

সবশেষে একটা সত্য মেনে নিতে হবে ছয় মাসে কেউ এক্সপার্ট হয়ে যায় না।

কিন্তু ছয় থেকে নয় মাস ডেইলি প্র্যাকটিস করলে তুমি এমন একটা জায়গায় পৌঁছাতে পারো যেখান থেকে জুনিয়র ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করা যায় বা ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত হওয়া যায়।

শেখার এই জার্নি আসলে কখনো শেষ হয় না।

শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা সময় নয়। প্রশ্নটা হলো বারবার এরর আসলেও তুমি কি আবার ফিরে এসে কোড করতে বসবে? প্রথম দুই–তিন মাস সবচেয়ে কঠিন।

কিন্তু যারা এই সময়টা সারভাইভ করে, দিনশেষে সফল হয় তারাই।

তাই ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে হিসাব না কষে, আজ থেকেই শুরু করো।

All Tech Update

Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পড়ুন –

Scroll to Top