React Compiler! ভাবুন তো আর কখনও আপনাকে useMemo
বা useCallback
লিখে পারফরম্যান্স টিউন করতে হবে না!
React এখন নিজেই বুঝবে কোন কম্পোনেন্ট কখন রি-রেন্ডার দরকার, আর কখন নয়। হ্যাঁ, React Compiler 1.0 এসে গেছে আর এটা React-এর জন্য সত্যিকারের এক game changing moment!

What is React Compiler?
React Compiler হলো React টিমের বিল্ড করা এমন একটি টুল যা React অ্যাপের কোডকে automatic memoization/অপটিমাইজেশন করে।
আগে যেখানে একজন ডেভেলপারকে আলাদা করে মেমোইজেশন, পারফরম্যান্স টিউনিং ইত্যাদি করতে হতো, এখন এই Compiler নিজেই সেই কাজ করবে আর সেটাও build time-এ।
সহজভাবে বললে, আপনি যেমন Natural React কোড লিখছেন, React Compiler সেই কোড Research করে বুঝে নেয় কোন পার্ট রি-রেন্ডার হওয়া উচিত আর কোনটা আগের মতো রাখা যায়।
ফলে আপনার অ্যাপ হবে বেশি ফাস্ট, কম laggy, আর ডেভেলপার হিসেবে আপনার কোড হবে cleaner ও smarter।
Why React Compiler Matters ?
React Compiler-এর আসল Magic হলো এটি আপনার কোডের মধ্যে থাকা re-computation কমিয়ে দেয়।
যেমন আপনি যদি useMemo
, useCallback
, বা React.memo
দিয়ে ম্যানুয়ালি optimize করতেন, এখন Compiler সেই কাজটা নিজেথেকেই করে ফেলবে।
অর্থাৎ, এখন React জানবে কবে একটা ফাংশন বা কম্পোনেন্টের value change হয়েছে আর কবে হয়নি।
এতে করে কোড শুধু ফাস্ট হয় না, বরং ডেভেলপার প্রোডাকটিভিটিও বেড়ে যায় কারণ আপনাকে optimization নিয়ে ভাবতে হয় না।
Major Updates in React Compiler 1.0
1. Stable and Production Ready
React Compiler এখন স্টেবল রিলিজ হিসেবে এসেছে। আগে এটি experimental পর্যায়ে ছিল, কিন্তু এখন এটি production-level অ্যাপে ব্যবহার করা যাবে। অর্থাৎ React টিম এটিকে যথেষ্ট confident যে আপনি এখনই এটি ব্যবহার শুরু করতে পারেন।
2. Automatic Memoization
React Compiler এখন এমনভাবে built যে এটি automatic আপনার কম্পোনেন্টগুলিতে memoization add করবে।
এতে করে React নিজেই বুঝে নেয় কোন ভ্যালু chnage হলে re-render করা প্রয়োজন। এর ফলে fast performance, কম re-render, এবং smooth UI experience।
3. ESLint Integration
React Compiler এখন ESLint এর সাথেও connect হয়েছে।
মানে, আপনি যদি React Hooks-এর rule break করেন বা কোনো performance issue থাকে, তাহলে ESLint থেকেই আপনি warning পাবেন।
এই linting integration আপনার কোডকে আরো নিরাপদ ও consistent রাখবে।
4. Better Dependency Support
আগে React memoization system একটু strict ছিল।
কিন্তু এখন Compiler নতুন dependency pattern সাপোর্ট করছে যেমন optional chaining বা array indices।
এতে করে আপনি JavaScript syntax ব্যবহার করেও safely এর সুবিধা পাবেন।
5. Incremental Adoption
এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি চাইলে ধীরে ধীরে প্রজেক্টে এটি integrate করতে পারেন।
মানে, একবারেই পুরো অ্যাপ না, আপনি কয়েকটা component দিয়েই শুরু করতে পারবেন।
এতে করে বড় প্রোজেক্টেও Compiler ইন্টিগ্রেশন অনেক সহজ হবে।
Complete web development with Programming Hero
- ৫০০০+ জব প্লেসমেন্ট
- ৩ বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট
- ১০০% জব প্লেসমেন্ট সাপোর্ট
- ৮৫ টি মডিউল, ১২+ মাইলস্টোন
- ডেডিকেটেড হেল্প ডেস্ক ২৪/৭
How to Use React Compiler in Your Project ?
React Compiler ব্যবহার করা খুবই সহজ। আপনি চাইলে npm এর মাধ্যমে directly ইনস্টল করতে পারেন।
npm install --save-dev --save-exact babel-plugin-react-compiler@latest
এরপর আপনার Babel configuration-এ এটি add করুন, আর Compiler কাজ শুরু করবে build time থেকেই।
Next.js, Vite বা Expo ব্যবহার করলে এই Compiler instant সেসব ফ্রেমওয়ার্কে built-in আকারেও চলে আসবে।
Behind the Scenes – How It Work ?
এটি আসলে Babel-এর মতোই একটি plugin হিসেবে কাজ করে, তবে এটি Babel AST থেকে নিজস্ব একটি HIR (High-Level Intermediate Representation) তৈরি করে।
এই HIR research করেই Compiler ঠিক করে কোথায় memoization প্রয়োজন, কোথায় নয়।
এছাড়া এটি conditional memoization-ও করতে পারে মানে, if
, return
, বা complex logic থাকলেও সেগুলো optimize করতে সক্ষম।
Why Developers Are Excited ?
Compiler 1.0 নিয়ে ডেভেলপাররা সবচেয়ে বেশি Excited যে ব্যাপারটা নিয়ে, তা হলো এর developer experience।
কারণ এটা কোনো নতুন API বা syntax আনেনি বরং আপনার পুরনো React কোডই এখন বেশি efficient ভাবে চলবে।
এটা মানে, পারফরম্যান্স এখন React-এর “default feature” হয়ে যাচ্ছে আর সেটিই এই আপডেটের সবচেয়ে বড় win।
Summary
React Compiler 1.0 represents a revolutionary step for the React ecosystem. It automatically analyzes and optimizes your components during build time, eliminating the need for manual hooks like useMemo
or useCallback
.
With built-in ESLint integration, enhanced dependency support, and the ability to incrementally adopt, developers can now enjoy performance optimization without changing their coding habits. This release doesn’t just improve React it redefines how React apps are built and optimized, making fast and efficient UIs the new standard.