Nano Banana Update! ভাবুন তো, গুগলের Slides বা Vids-এ কাজ করছেন।
হঠাৎ মনে হলো, “আহারে! এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আলাদা হত!” বা “এই প্রোডাক্টটাকে যদি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বসিয়ে দিতাম!” আগে এগুলো করতে গেলে আলাদা কোনো সফটওয়্যারের ঝামেলা, লেয়ার কাটাছেঁড়া হাজারো কষ্ট।
📌 Key Takeaways
- এখন থেকে Nano Banana সরাসরি Google Slides ও Vids-এ!
- শুধু লিখে দিন কী চান, আর ছবি স্বয়ংক্রিয়ভাবে এডিট হবে, ব্যাকগ্রাউন্ড পাল্টানো বা নতুন স্টাইল দেওয়াও সহজ হয়ে গেল।
- আপনার তৈরি ছবি Replace বা Insert করে স্লাইড বা ভিডিওতে মুহূর্তেই বসিয়ে দিতে পারবেন।
- Rapid Release ও Scheduled Release ইউজাররা ১–৩ দিনের মধ্যে ধাপে ধাপে এই ফিচার পেতে শুরু করবেন।
কিন্তু গুগল এবার বলল, “ঝামেলার দিন শেষ!” পরিচয় করিয়ে দিল ন্যানো বানানা – একেবারে নামের মতোই মজার আর কাজে একেবারে ধামাকা!

Nano Banana আসলে কী জিনিস?
গুগলের নতুন এই AI মডেলটা হলো এক ধরনের ইমেজ-এডিটিং জিনিয়াস।
এর কাজ হলো ছবি নিয়ে খেলাধুলা করা মানে আপনি শুধু লিখে দিবেন কী চান, বাকিটা সামলাবে গুগলের AI।
ধরুন লিখলেন, “এই ছবির আকাশটা যেন সূর্যাস্তের মতো লাল হয়” বা “আমাকে একটা কার্টুন স্টাইলে বানাও” ন্যানো বানানা মুহূর্তেই সেই ম্যাজিক করে দেবে। কোনো আলাদা সফটওয়্যার লাগবে না, কোনো ফটোশপের লেয়ার নিয়ে কচকচানি নেই।
নতুন আপডেট: Google Slides আর Vids-এ Nano Banana-এর ঢেউ
Nano Banana এবার ঢুকে পড়েছে সরাসরি Google Slides আর Google Vids-এ। আগে হয়তো শুধু ছবির কোয়ালিটি বা কালার অ্যাডজাস্ট করতেন, এখন থেকে আপনি সরাসরি Slides বা Vids-এর ভেতরেই ছবি এডিট করতে পারবেন।
- আপনার প্রেজেন্টেশনের মাঝখানেই যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাতে চান হবে।
- কোনো ভিডিওর ফ্রেমে প্রোডাক্টকে অন্য জায়গায় বসাতে চান হবে।
সব কিছু একেবারে রিয়েলটাইমে!

কিভাবে কাজে লাগাবেন Nano Banana
প্রক্রিয়াটা এত সহজ যে একদম মজা লেগে যাবে:
- Slides বা Vids খুলুন – যে ছবিটা এডিট করতে চান সেটায় ক্লিক করুন।
- মেনু থেকে Edit image বেছে নিন।
- আপনার মনের ইচ্ছেটা Prompt আকারে লিখে ফেলুন। যেমন: “এই ছবিটাকে একটা মুভি-পোস্টারের মতো করে দাও”।
- ন্যানো বানানা কয়েক সেকেন্ডে রেজাল্ট দেখাবে।
- পছন্দ হলে Replace with image বা Insert করে দিন।
একদম সহজ, মনে হবে যেন আপনি গুগলের সাথে গল্প করছেন আর গুগল ছবি আঁকছে!
Nano Banana দিয়ে কী কী করা যাবে?
এটা শুধু রঙ পাল্টানো বা ব্যাকগ্রাউন্ড কাটার মধ্যে আটকে নেই। কিছু মজার কাজের তালিকা দেখুন:

- প্রোডাক্ট মকআপ বানানো অনলাইন শপের জন্য দারুণ।
- ক্লাস প্রেজেন্টেশনে মজার ভিজ্যুয়াল তৈরি।
- ভিডিওতে স্পেশাল এফেক্ট বা নতুন লোকেশন যোগ করা।
- প্রোফাইল ছবিতে নতুন স্টাইল দেওয়া।
- মার্কেটিং পোস্টারের জন্য একদম ইউনিক ব্যাকগ্রাউন্ড তৈরি।
Complete web development with Programming Hero
- ৫০০০+ জব প্লেসমেন্ট
- ৩ বেলা ডেডিকেটেড লাইভ সাপোর্ট
- ১০০% জব প্লেসমেন্ট সাপোর্ট
- ৮৫ টি মডিউল, ১২+ মাইলস্টোন
- ডেডিকেটেড হেল্প ডেস্ক ২৪/৭
মানে যেকোনো ভিজ্যুয়াল প্রজেক্টে একটু ক্রিয়েটিভিটি লাগলেই ন্যানো বানানা আপনার হাতিয়ার।
গুগল যেভাবে AI নিয়ে দাপাচ্ছে, Nano Banana সেই কেকের ওপরের চেরি।
Slides বা Vids-এ কাজ করার সময় আর বাইরে কোনো অ্যাপ দরকার নেই। শুধু লিখে দিন “ন্যানো বানানা, একখান ম্যাজিক দেখাও” আর দেখুন ছবির দুনিয়ায় আপনার প্রেজেন্টেশন কেমন উড়ে চলে যায়!
তাই পরের বার Slides বা Vids-এ প্রেজেন্টেশন বানাতে বসলে ন্যানো বানানা ট্রাই করতে ভুলবেন না। কে জানে, একটা ছোট্ট Prompt-ই হয়তো আপনার ডিজাইনকে ভাইরাল করে দেবে!